বাংলালিংক এমবি চেক করার কোড ২০২৪ / Banglalink MB Check Code 2024
হ্যালো বিউটিফুল পিপল্, আপনি কি বাংলালিংক সিমের এমবি চেক করার কোড খুঁজতেছেন? আপনার অবশিষ্ট এমবির পরিমাণ এবং মেয়াদ জানতে ইচ্ছুক? তাহলে আপনাকে বাংলালিংক এমবি চেক করার কোড ব্যবহার করতে হবে। আর সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি আজকের ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো।
বর্তমানে আমাদের দেশে বাংলালিংক সিম ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। মূলত এমবির আর্কষনীয় অফার ব্যবহারকারীকে বেশী বেশী আকৃষ্ট করতে সহায়তা করছে।
প্রকৃতপক্ষে বাংলালিংক এর নির্দিষ্ট একটি কোড ডায়াল করে সম্পূর্ণ ইন্টারনেটবিহীন আপনি বাংলালিংক এমবির পরিমাণ চেক করতে পারবেন। পাশাপাশি Banglalink App এর মাধ্যমেও এমবিসহ সিমের সকল ডিটেইলস জানতে পারবেন। আজকের ব্লগে দুইটি উপায়ই আপনাদের সাথে শেয়ার করবো।
বাংলালিংক এমবি চেক করার কোডঃ
আপনার বাংলালিংক সিমে এমবি আছে কিনা জানতে চাইলে অথবা অবশিষ্ট এমবির পরিমাণ, মেয়াদ সম্পর্কে জানতে চাইলে আপনাকে ★৫০০০★৫০০# অথবা আরো একটি কোড রয়েছে সেটি হলো ★১২১★১# ডায়াল করতে হবে।
বাংলালিংক সিমের এমবির পরিমাণ চেক করতে *৫০০০*৫০০# অথবা *১২১*১# ডায়াল করুন।
আমাদের অন্যান্য পোস্ট পড়ুন
- বাংলা রোমান্টিক ক্যাপশন
- ফেসবুক স্টাইলিশ ক্যাপশন বাংলা
- ফেসবুক থেকে টাকা ইনকাম করুন
- স্টাইলিশ বাংলা ক্যাপশন
- বাংলা ইউনিক ডিজাইন ফেসবুক বায়ো
কিভাবে বাংলালিংক সিমে এমবি'র পরিমাণ চেক করবোঃ
আপনি যদি না জানেন কিভাবে কোড ডায়াল করে বাংলালিংক সিমের এমবির মেয়াদ বা তথ্য দেখবেন, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- প্রথমেই আপনার হাতে থাকা ফোনটি দিয়ে কল ডায়াল অপশনে চলে আসুন।
- বাংলালিংক এমবি দেখার কোড *৫০০০*৫০০# অথবা *১২১*১# লিখুন।
- এবার মোবাইল থেকে বাংলালিংক সিম দিয়ে ডায়াল করুন।
তাহলে দেখতে পারবেন আপনার বাংলালিংক সিমের সকল ডিটেইলস মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে।
*১২১*১# এই কোডটি ব্যবহার করলে আপনার বাংলালিংক সিমের এমবি'র পরিমাণ, এমবির সময়সীমা, অবশিষ্ট এমবি'র পরিমাণ ইত্যাদি সকল কিছু দেখতে পারবেন।
মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে ব্যালেন্স দেখার নিয়মঃ
আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে সহজেই বাংলালিংক সিমের সকল তথ্য যেমনঃ এমবির পরিমাণ, টক টাইম, সিম মেইম ব্যালেন্স, এসএমএসের পরিমাণ ইত্যাদি সকল কিছুর তথ্য পেয়ে যাবেন।
- প্রথমেই Google Paly Store থেকে আপনার My Banglalink অ্যাপটি Install করতে হবে।
- তারপর অ্যাপের ভিতর প্রবেশ করলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি বাংলালিংক নাম্বারটি Login অপশনে বসিয়ে দিলেই, আপনার সিমে ছয় সংখ্যার ভেরিফিকেশন কোড আসবে।
- এবার ভেরিফিকেশন কোডটি বসিয়ে Login করলেই অ্যাপের হোমপেমে চলে আসবে।
হোমপেজের উপরে দিকে আপনি সিমের সকল তথ্য দেখতে পারবেন।
বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড সমূহ নিন্মে উল্লেখ করা হলোঃ
বাংলালিংক নিজের নাম্বার চেক কোড
বাংলালিংক নিজের নাম্বার চেক কোড 👉 *৫১১#
বাংলালিংক ব্যালেন্স চেক কোড
বাংলালিংক ব্যালেন্স চেক কোড 👉 *১২৪#
বাংলালিংক এমবি চেক কোড
বাংলালিংক এমবি চেক কোড 👉 *৫০০০*৫০০#
বাংলালিংক টক টাইম চেক কোড
বাংলালিংক টক টাইম চেক কোড 👉 *১২৪*২#
বাংলালিংক SMS চেক কোড
বাংলালিংক SMS চেক কোড 👉*১২৪*২#
.
বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার
বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার 👉 ১২১
আমাদের শেষ কথাঃ
তো বন্ধুরা, আশা করি আমাদের আজকের বাংলালিংক এমবি চেক কোড আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। নিয়মিত টেকনোলজি বিষয়ক তথ্য পেতে আমাদের ইউনিক অ্যান্ড্রয়েড (UniqueAndroid19.Com) ওয়েবসাইটটি ফলো করুন। আপনার কোনো অভিযোগ বা মতামত থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।