হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ায় নিয়ম~ Facebook Recovary WithOut Number ,Email,Password


হ্যালো বন্ধুরা,

আজকের পোস্টে আমরা শিখবো কিভাবে পুরাতন ফেসবুক আইডি উদ্ধার বা রিকভার করতে হয়। নাম্বার বা ইমেল এবং পাসওয়ার্ড সব কিছু ভুলে গেলেও এমনকি আইডিতে আপনার লগইন না থাকলেও আপনার পুরাতন  ফেসবুক আইডিটি ফিরে পাবেন। আজকের এই ব্লগ পোস্টের সহায়তায়।


ফেসবুক আইডি রিকভারি



আমাদের জীবনে আমরা অনেক ফেসবুক আইডি খুলে ফেলি যেগুলোর নাম্বার, পাসওয়ার্ড স্মরণে রাখি না। বিশেষত, স্মার্টফোন হাতে পেলে প্রথমেই বাবা বা মায়ের ফোন নাম্বার দিয়ে একটা ফেসবুক একাউন্ট খুলে ফেলি। পরবর্তীতে ঐ আইডিটি আর ব্যবহার করা হয়ে উঠে না, যদি আইডি খুলে ফেলি, একদমই পারসোনাল আইডি।


আমাদের অন্যান্য পোস্ট পড়ুন👇

ফেসবুক বাংলা ইংলিশ মিক্স নাম

ফেসবুক স্টাইলিশ নাম


তো আপনার জীবনে আপনি যতগুলো ফেসবুক আইডি খুলেছেন। আজকের পোস্টের মাধ্যমে সবগুলো আইডি ফিরে পাবেন কথা দিলাম। তো চলুন ধাপে ধাপে শিখে আসি কিভাবে নাম্বার, পাসওয়ার্ড সবকিছু ভুলে গেলেও ফেসবুক একাউন্ট উদ্ধার করবেন।


নিচের ধাপগুলো একটি একটি করে অনুসরণ করুনঃ 


পুরাতন ফেসবুক আইডি রিকভারি


 

১। প্রথমেই ফেসবুকে আপনার কোনো একটি একাউন্ট লগইন করে নিবেন। আপনার না থাকলে আপনার বন্ধু বান্ধবের আইডি দিয়েও হবে। প্রথমেই লগ-ইন করে নিবেন।

At first Login a Facebook Account in your Facebook Application.

২। এবার সার্চ অপশনে গিয়ে যেই আইডিটি উদ্ধার করতে চান অথচ নাম্বার, পাসওয়ার্ড মনে নাই, সেই আইডিটি সার্চ করুন।

Search the account which you want to Recovary. 


Facebook Recovary without number,email


৩। এবার প্রোফাইলের থ্রি ডটে ক্লিক করে আইডির লিংকটি কপি করে নিন।

Click 3 dots then Copy the Profile Link


 বুঝতে অসুবিধা হলে ভিডিওটি দেখুন 


৪। এই পর্যায়ে চলে আসুন Google Chorme অথবা যেকোনো একটি ব্রাউজারে। সার্চ অপশনে গিয়ে Facebook.Com লিখে সার্চ করুন।

Open Browser > Search "Facebook.Com"

৫। এই বার আপনার সামনে ফেসবুক লগইন করার জন্য নাম্বার, পাসওয়ার্ড দিতে হবে। তবে যেহেতু নাম্বার বা ইমেইল মনে নাই তাই Number Or Email এর বক্সে প্রথমেই আইডিটির লিংক কপি করেছিলাম, সেটি পেস্ট করে দিব।

Paste the link to Number or Email Box.



৬। ঐ লিংকের শেষের দিকে Id = দিয়ে কতগুলো সংখ্যা লেখা থাকবে। সাবধানে সংখ্যা গুলো রেখে বাকী সবকিছু ডিলিট করে দিব।

Id= সংখ্যা না থাকলে ইউজার নেইম থাকবে। শুধু নামটি রেখে বাকী অংশ কেটে দিব।
এই নিয়মটি ফলো করে আপনি অন্য কারো ফেসবুক আইডিও রিকভার করতে পারবেন।

Then, delete all part of link Without User Name or User Id.


৭। এবার Password এর অপশনে পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু পাসওয়ার্ড মনে নাই তাই নিচ থেকে Forgot Password অপশনে ক্লিক করবো।

Then Click on "Forgot Password" option.




৮। এবার আপনার সামনে একটি নাম্বার অথবা জিমেইল সো করবে যেটির মাধ্যমে ভেরিফিকেশন কোড পাবেন। তাই নাম্বার অথবা জিমেইল যেটি আছে সেটি সিলেক্ট করে Continue করুন।


৯। এবার সিমের মেসেজে অথবা ইমেইল একটি ৬ সংখ্যার কোড আসবে। সেটি ব্রাউজারের নিদিষ্ট ঘরে বসিয়ে দিন।

Select Verification Method > Varify Code


১০। এবার আপনার সামনে Create New Password এর অপশন আসবে। ব্যাস, নতুন একটি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে Continue করুন। ওকে তাহলেই দেখবেন ব্রাউজারে আপনার ফেসবুকটি লগইন হয়ে গেছে।

Create New Password > Continue




১১। এবার নাম্বার, পাসওয়ার্ড তো জেনে গেলেন। অতঃপর চলে আসুন Facebook অ্যাপে। Login Your Account এ গিয়ে নাম্বার, পাসওয়ার্ড বসিয়ে Login এ ক্লিক করে দিন।

Finally you are Log In to your Facebook Account.




১২। ব্যাস্ দেখবেন ফেসবুকেও আপনার আইডি টি লগ-ইন হয়ে গেছে।।

আর এভাবেই আপনার যেকোনো পুরাতন ফেসবুক আইডি উদ্ধার করতে পারবেন।


আমাদের অন্যান্য পোস্ট পড়ুন👇

খুব কষ্টের স্ট্যাটাস 

খুব রোমান্টিক ক্যাপশন 


শেষ কথা: তো বন্ধুরা, আজকে আমাদের পুরাতন ফেসবুক আইডি রিকভারি লেখাটি কেমন লেগেছে? নাম্বার, পাসওয়ার্ড, ইমেইল ভুলে গেলেও ফেসবুক একাউন্ট রিভারির বিষয়টি আশা করি আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা, দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আজকের মতো বিদায়।

uniqueandroid19.com (ইউনিক এন্ড্রয়েড.কম) - ওয়েবসাইটটি নিয়ে আপনাদের কোনো অভিযোগ, মতামত থাকলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url