ফেসবুক থেকে টাকা ইনকামের ৫ টি উপায় - How to earn money from Facebook in Bangladesh?
বর্তমান সময়ে অনলাইন থেকে টাকা ইনকামে অন্যতম সহজ ও জনপ্রিয় মাধ্যম ফেসবুক। আপনি কি জানেন ফেসবুকের মাধ্যমেও টাকা ইনকাম করা যায়। হয়তো শুনেছেন, কারন বর্তমানে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা না থাকলেও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন।
আপনি কি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান? তাহলে আজকের ব্লগটি আপনার জন্য। আজকের ব্লগে আমরা জানবো কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়? ফেসবুক থেকে টাকা ইনকাম করতে কি কি লাগে? ফেসবুক থেকে টাকা ইনকাম করার শর্ত কি কি? ফেসবুক থেকে টাকা ইনকাম করতে কতদিন সময় লাগে? ফেসবুকে ১ মিলিয়ন ভিউতে কত টাকা দেয়?ফেসবুক থেকে কয় ভাবে টাকা ইনকাম করা যায়? কি কি ভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম হয়? এছাড়া ফেসবুক আর্নিং এর সকল টুকটাক বিষয় আজকের ব্লগের মাধ্যমে জানতে পারবেন। তো চলুন ফেসবুক থেকে টাকা ইনকামের আদ্যপান্ত জেনে নেওয়া যাক।
ফেসবুক থেকে টাকা ইনকাম কয়ভাবে করা যায়?
ফেসবুক আইডি এবং পেজ দিয়ে আপনি অনেকভাবে ইমকাম করতে পারবেন। যেমনঃ
- ভিডিও মনিটাইজ করিয়ে।
- ব্র্যান্ড প্রোমোশন বা স্পনসর শিপ।
- এ্যাফিলেইট মার্কেটিং
- ফেসবুক পেইজ বুস্ট।
- ফেসবুকে কোর্স বা পন্য বিক্রি।
ফেসবুক থেকে ইনকাম করতে কি কি লাগে?
২০২৪ সালে দাড়িয়ে যদি আপনার কোনো ফেসবুক পেজ না থাকে, তাহলে আপনি ১০ বছর পিছিয়ে আছেন।
যায়হোক, ফেসবুক থেকে টাকা ইনকাম করতে আপনার ২ টা জিনিসের প্রয়োজন হবে।
প্রথমত, প্রবল ইচ্ছাশক্তি এবং
দ্বিতীয়ত, একটি ফেসবুক আইডি।
সেই ফেসবুক আইডি দিয়ে বিনামূল্যে একটি ফেসবুক পেইজ খুলে নিবেন। ব্যাস্ আর কিছুই লাগবে না।
তবে হ্যাঁ, যেকোনো কাজেই শুরুতে অনেক ধৈর্য ধরতে হয়।
তাই ফেসবুক কিংবা অন্য যেকোনো সাইট থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে ধৈর্য ধরতেই হবে।
ফেসবুক থেকে টাকা ইনকাম করার শর্ত কি কি?
আপনি ফেসবুক আইডি এবং পেইজ দুই জায়গা থেকেই ইনকাম করতে পারবেন। ফেসবুক থেকে আয়ের অন্য বড় উৎস In stream Ads. আর এই In stream ads এর মাধ্যমে ইনকাম করতে আপনাকে ফেসবুক আইডি এবং পেজ এর দেওয়া শর্তগুলো পূরণ করতে হবে।
তার জন্য আপনি ফেসবুকে ছোটছোট ভিডিও বানিয়ে বা লাইভ ভিডিও করে শর্তগুলো পূরণ করতে পারেন।
ফেসবুক পেইজ বা আইডি শর্তগুলো পূরণ করতে পারলে আপনাকে "মনিটাইজেশন" এর জন্য আবেদন করতে হবে। মনিটাইজেশন আবেদন যাচাই বাছাইয়ের পর গৃহীত হলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। আর তখন থেকেই টাকা ইনকাম শুরু হয়ে যাবে।
তো চলুন মনিটাইজেশন বা ফেসবুকের কোন কোন শর্তগুলো পূরণ করতে হয়।
ফেসবুক আইডির ক্ষেত্রে শর্তঃ
- ফেসবুক আইডিতে Professional Mode চালু করতে হবে।
- আপনার ফেসবুক আইডি বয়স ৩০ দিনের বেশী হতে হবে।
- আপনার ফেসবুক আইডিতে কমপক্ষে ৫,০০০ ফলোয়ার থাকতে হবে।
- আপনার ফেসবুক আইডিতে ৬০ হাজার মিনিট ওয়াচ টাইম থাকতে হবে।
- আপনার ফেসবুক আইডিতে কমপক্ষে ৫ টি ভিডিও থাকতে হবে।
ফেসবুক পেইজ এর ক্ষেত্রে শর্তঃ
- ফেসবুকের সকল কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে।
- আপনার ফেসবুক আইডিতে কমপক্ষে ৫,০০০ ফলোয়ার থাকতে হবে।
- আপনার ফেসবুক আইডিতে ৬০ হাজার মিনিট ওয়াচ টাইম থাকতে হবে।
- আপনার ফেসবুক আইডিতে কমপক্ষে ৫ টি ভিডিও থাকতে হবে।
ফেসবুক পেইজ এবং আইডি দুই জায়গাতেই শর্ত পূরণ হয়ে গেলে, দুই জায়গা থেকেই ইনকাম করতে পারবেন।
অন্যান্য পোস্টঃ
পুরাতন ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়
৫০+ রোমান্টিক ক্যাপশন বাংলা
ফেসবুক থেকে টাকা ইনকাম করতে কতদিন সময় লাগে?
এই প্রশ্নটির উত্তর আসলে নিদিষ্ট না। এটা নির্ভর করে আপনি ফেসবুকে কতটা কোয়ালিটিফুল বা ইনফরমেটিভ ভিডিও দিতে পারেন তার উপর। আপনার ভিডিও ভালো হলে ফেসবুকের দেওয়া শর্তগুলো পূরণ করতে বেশী সময় লাগবে না। ফেসবুকের দেওয়া শর্তগুলো পূরণ করতে আপনার ১ সপ্তাহ সময় লাগতে পারে, আবার ১ মাস বা ৬ মাসও লাগতে পারে। যখনই শর্ত পূরণ করে ফেলতে পারবেন, তখনই ইনকাম শুরু করতে পারবেন।
ফেসবুক এক মিলিয়ন ভিউতে কত টাকা দেয়?
ফেসবুকে এক মিলিয়ন বা ১০ মিলিয়ন ভিউতে কত টাকা দেয়া? এই প্রশ্নটির উত্তর আসলে এককে জনের জন্য একেক রকম।
ফেসবুকের ভিউ থেকে কত টাকা আসবে সেটি নির্ভর করে আপনার ভিডিওটি কোন দেশ থেকে দেখা হচ্ছে। আমরা কমবেশি সবাই জানি ফেসবুক, ইউটিউবে এড দেখানোর মাধ্যমে ইনকাম হয়। তাই সেই ভিডিও যদি ইএসএ, কানাডা বা অন্য কোনো উন্নত রাষ্ট্র থেকে দেখা হয় তাহলে আপনি নিসন্দেহে বেশী আয় করতে পারবেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান কিংবা এই জাতীয় দেশগুলোতে এডের দাম কম। তাই এসব দেশের মানুষ ভিডিও বেশী দেখলেই ইনকাম কম হবে
তবে, ১ মিলিয়ন বা ১০ লাখ ভিউতে বাংলা কনটেন্ট হলে আপনি ৪০-৫০ ডলার ইনকাম করতে পারবেন। আর আপনার কনটেন্ট যদি ইংলিশে হয় তাহলে ৭০-৮০ ডলার ইনকাম করতে পারবেন।
ফেসবুক থেকে টাকা ইনকাম বাড়ানোর উপায়?
একটু আগেই আপনাদের জানালাম যে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ইত্যাদি এশীয়ান দেশগুলোতে Google এর দেখানো Ad এর দাম কম। তাই আপনাকে ফেসবুক থেকে বেশী আর্নিং করতে হলে এমন এমন কনটেন্ট বানাতে হবে যেগুলো আমেরিকার, কানাডা ইত্যাদি সহ বিশ্বের উন্নত দেশগুলোর মানুষ দেখবে।
এখন আপনি বাংলা ভাষাতে ভিডিও বানালে সেটা তো আর ইউরোপ, আমেরিকার মানুষ বুঝবে না, দেখবেও না। তাই আপনাকে ইংলিশে ভিডিও বানাতে হবে। আর আপনি ইংলিশে দুর্বল হলে বাংলাতেই ভিডিও বানান, তবে সেখানে ইংলিশ সাবটাইটেল ব্যবহার করতে পারেন।
অথবা আপনি সর্ট বা রিলস্ আকারের ভিডিতে ভয়েস ওভার না দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারেন। আবার, ফেসবুকে আপনার জনপ্রিয়তা বেড়ে গেলে বিভিন্ন ব্যান্ড আপনার সাথে স্পনসরশিপে কাজ করবে। ঐ ব্যান্ডের কাছ থেকে স্পন্সরশিপের মাধ্যমে আপনি মোটা অংকের ইনকাম করতে পারবেন। পাশাপাশি ঐ স্পনসর থেকে পাওয়া প্রডাক্টের জন্য আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেও ইমকাম করতে পারেন।
বিনামূল্যে কোথা থেকে ফেসবুক মার্কেটিং শিখবেন?
আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে আগ্রহী থাকেন তবে ইউটিউবে গিয়ে Unique Android লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। সেখানে আমাদের Facebook Page প্লে লিস্টে গেলে আপনি ফেসবুক আর্নিং রিলেটেড সকল ভিডিও পাবেন। কিভাবে ফেসবুক পেইজ খুলবেন, অথবা ফেসবুক আইডি সেটআপ থেকে শুরু করে ফলোয়ার, ওয়াচটাইম সহজে কিভাবে কমপ্লিট করবেন সকল ভিডিওই আপনাদের জন্য তৈরি করে রেখেছি।
আশা করি ভিডিওগুলো আপনাদের খুবই উপকারে আসবে। তো আর দেরি কিসের, ফেসবুক থেকে টাকা ইনকামের জন্য লেগে পড়ুন।
আমাদের কিছু কথাঃ
তো বন্ধুরা আশা করি ফেসবুক থেকে টাকা ইনকামের সকল দিকগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো কেমন লাগলো ফেসবুক থেকে টাকা ইনকামের উপায়? অবশ্যই কমেন্টে জানাবেন।
আরও অন্য কোনো বিষয় জানার থাকলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন, আমরা আপনার প্রশ্নটির যথার্থ উওর দেওয়ার চেষ্টা করবো।
অন্যান্য পোস্টঃ
ফেসবুকে স্টাইলিশ নাম সেট করার নিয়ম
বাংলা কষ্টের স্ট্যাটাস