Facebook Stylish Name
ফেসবুকে বাংলা এবং ইংলিশ মিক্স নাম লিখুন মাত্র
২ মিনিটে। Facebook Stylish Name
Facebook Bangla English Mix Name :
আসসালামু আলাইকুম গাইজ, আজকের পোস্টে আপনারা দেখবেন কিভাবে ফেসবুকে স্টাইল করে নাম লিখতে হয়। অর্থাৎ ফেসবুকে বাংলা এবং ইংলিশ এই দুটি ব্যবহার করেই ফেসবুক আইডির নাম লিখতে পারবেন মাত্র দুই মিনিটে।
বর্তমানে অনেক ফেসবুক আইডিতে এরকম স্টাইল করে নাম রাখতে দেখা যায়। এতে ফেসবুক আইডিটি আরো বেশী আর্কষনীয় এবং প্রফেশনাল লাগে। এর মধ্যে Facebook Bangla English Mix Name অন্যতম একটি জনপ্রিয় ফেসবুক স্টাইলিশ নাম।
কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিটির নাম স্টাইলিশ করে পরিবর্তন করে আরো আকর্ষনীয় করে তুলবেন সেটার সম্পূর্ণ প্রক্রিয়া আজকে এখানেই দেখিয়ে দিব।
ফেসবুকে বাংলা ইংলিশ মিক্স নাম সেট করা খুবই সিম্পল, কাজটি আপনি মাত্র ২ মিনিটেই করে ফেলতে পারবেন। এর জন্য অবশ্যই আপনার ফেসবুক আইডিতে নাম পরিবর্তনের লিমিট থাকতে হবে। আমরা সবাই জানি, একবার ফেসবুক আইডির নাম চেঞ্জ করলে পরবর্তী ২ মাস তথা ৬০ দিনের ভিতরে ঐ আইডির নাম আর চেঞ্জ করা যায় না।
এজন্য আপনি যদি বিগত ৬০ দিনের ভিতরে ফেসবুক আইডির নাম চেঞ্জ না করে থাকেন তাহলে ফেসবুকে স্টাইলিশ নাম চেঞ্জ করতে পারবেন।
ফেসবুকে বাংলা ইংলিশ মিক্স নাম সেট করার জন্য নিচের পদক্ষেপ গুলো মনোযোগ সহকারে অবলম্বন করুন:
প্রথমে আপনাকে একটি VPN ইনস্টল করতে হবে। আর ভিপিএন এর নামটি হলো Touch VPN. আপনারা এই ভিপিএন'টি সহজেই গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। ভিপিএন কানেক্ট না করলে এই ধরনের নাম ফেসবুকে একসেপ্ট হবে না। তাই প্রথমেই VPN টি Install করুন।
এবার VPN টি ওপেন করে জাপান প্রোক্সি বা কান্ট্রিতে কানেক্ট করে নিন। এর জন্য "Best Choses" অপশনে ক্লিক করে Japan কান্ট্রি সিলেক্ট করুন। এরপর "Connect" অপশনে ক্লিক করলে অটোমেটিক ভিপিএন টি কানেক্ট হয়ে যাবে। বিস্তারিত বোঝার জন্য নিচের ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করুন।
° এবার Facebook Lite অ্যাপটি ওপেন করুন, তারপর মেনু অপশনে গিয়ে "Settings" অপশনে ক্লিক করুন।
° তারপর "Personal And Account Information" অপশন এর উপর ক্লিক করে "Name" অপশনে ক্লিক করুন।
° তারপর আপনার সামনে আপনার ফেসবুক আইডির নাম Edit করার অপশন আসবে। সেখান থেকে আপনার পুরাতন যে নামটি আছে সেটি কেটে দিন।
° এবার "First Name" এ আপনি আপনার নাম ইংরেজিতে লিখুন।
° Middle Name এ আপনি একটি সুন্দর সিম্বল কপি করে পেস্ট করুন। সিম্বল গুলো নিচে দেওয়া রয়েছে যেটি পছন্দ হবে সেটি কপি পেস্ট করে নিন।
° Last Name এ আপনি আপনার পদবী বাংলায় লিখুন। আপনি চাইলে First Name বাংলা এবং Last Name ইংলিশেও রাখতে পারেন।
আরো ভালোভাবে বিষয়টি বুঝতে নিচের এই ভিডিওটি দেখতে পারেন: 👇
° তারপর "Review Change" অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ফেসবুক বাংলা ইংলিশ মিক্স নাম এক্সপেক্ট হয়প গিয়েছে। অবশ্যই Review Change এর আগে যেন VPN কানেক্ট থাকে সেটি খেয়াল রাখবেন।
° সর্বশেষ আপনি যে নামটি রাখতে চান সেটি সিলেক্ট করে ফেসবুক আইডির Password দিন। এবার "Save Change" অপশনে ক্লিক করলে আপনার ফেসবুক আইডিতে বাংলা ইংলিশ মিক্স নাম তৈরি হয়ে যাবে।
এখান থেকে যেকোনো একটি সিম্বল কপি করে আপনার ফেসবুক আইডির মাঝের নাম এর ঘরে পেস্ট করবেন।
________________________________________________
Symbol 01 – (ツ)
Symbol 02 – ( 卝 )
Symbol 03 – (➤)
Symbol 04 – (►)
________________________________________________
এভাবে আপনার ফেসবুকে বাংলা ইংলিশ মিক্স নাম সেট করা হয়ে গেলে এবার VPN টি অফ করে ফেলুন। তাহলেই দেখবেন আপনার আইডিতে আর্কষনীয় নামটি সেট হয়ে গেছে। এভাবে আপনি চাইলে অন্যদেরকেও এই স্টাইলিশ নাম ফেসবুকে বানিয়ে দিতে পারবেন।
আশা করি আপনারা এই সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। কোথাও কোনো সমস্যা হলে নিচে কমেন্টে জানান, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। এরকম নিত্য নতুন তথ্য পেতে আমাদের Unique Android ( ইউনিক অ্যান্ড্রয়েড ) ওয়েবসাইটটি ভিজিট করুন। ধন্যবাদ।
Join Our Social Media :
Facebook : https://www.facebook.com/uniqueandroid
Youtube :
https://www.youtube.com/uniqueandroid
Tiktok :
https://www.tiktok.com/uniqueandroid19
Personal Facebook Account :
https://www.facebook.com/rituchowdhury
Website : https://uniqueandroid.com